আয়রে আমার সূয্যি মামা 
মেঘ ফুঁড়ে তুই আয়, 
শিশির কণায় চুমো এঁটে
ঘরের জানালায়।

হিম হিম হিম কাঁপছি শীতে 
রোদের অপেক্ষায় 
ঘুমকাতুরে বলবে সবাই
বকবে বাবা মা’য়।

আয়রে আমার সূয্যি মামা
বাড়ির আঙিনায়
বাইরে যাবো, পাখির ডানায়
মেলতে হাওয়ায় চায়।

তুই উঠলে আমি উঠি
তোরই উষ্ণতায়
তাই বলেছি সূয্যি মামা
আয় ছুটে আয়।

রোদের ছটা দিলে তবে
ঘরের বাইরে হই
তখন না হয় রোদ মেখে গায়
পড়বো অবশ্যই।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএ