অনলাইন ডেস্ক : ফুটবল বিশ্বের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা রোনালদো খেলছেন রিয়াল মাদ্রিদের হয়ে। আর আর্জেন্টাইন তারকা মেসি খেলছেন আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে। এক যুগ ধরে ধরে ব্যালন ডি’অর বা ফিফার বর্ষসেরা পুরস্কার ঘুরে ফিরে উঠছে এ দু’জনের হাতেই। মাঠের লড়াই পরস্পরকে ছাড়িয়ে যাওয়ার। সম্প্রতি রোনালদো জানালেন অবাক করা এক তথ্য। জানালেন, তিনি ভালোবাসেন মেসির আর্জেন্টিনাকে। সম্প্রতি ইনস্টাগ্রামে এক লাইভ ভিডিওতে এ কথা বলেন তিনি। সেই সাথে জানিয়েছেন, বান্ধবীর জন্যই আর্জেন্টিনার প্রতি তার এই ভালোবাসা।
ইনস্টাগ্রামে রোনালদো বলেছেন, ‘অনেকেই মনে করে আমি আর্জেন্টিনাকে পছন্দ করি না। কিন্তু আমি আর্জেন্টিনাকে খুব ভালোবাসি। আমার বান্ধবী আর্জেন্টিনার। অনেকেই এটা জানে না।’
রোনালদো বর্তমান বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। বাবার দিক থেকে তিনি আর্জেন্টাইন। মা স্প্যানিশ। রদ্রিগেজ জানান, ‘আমার বাবা আর্জেন্টাইন। আমার জন্ম হয়েছে বুয়েনস এইরেসে। বাবা অনেক চেষ্টা করেছিল মাকে আর্জেন্টিনায় স্থায়ী করতে কিন্তু পারেননি।’
সূত্র : মার্কা।