দর্পণ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, রোমানিয়া ও সার্বিয়ায় শ্রমবাজার সম্প্রসারিত করতে চায় সরকার। ইতোমধ্যে বাংলাদেশের কিছু কর্মী দেশ দুটিতে গেছে এবং আরও কিছু শ্রমিক যাওয়ার অপেক্ষায় আছে। তবে ইউরোপের দেশ দুটি সরকারিভাবে জনশক্তি পাঠানোর জন্য আগ্রহী। সম্প্রতি রোমানিয়া ও সার্বিয়া সফর গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পররাষ্ট্র ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, রোমানিয়ায় শ্রমিক প্রয়োজন। কারণ দেশটির লোকজন ইউরোপের অন্য দেশে চলে যাচ্ছে। তাদের তথ্যপ্রযুক্তি, নির্মাণকাজ, প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ানসহ অন্যান্য পেশার লোক দরকার আছে। তবে তারা নিয়মতান্ত্রিকভাবে লোক নিতে চায় এবং তাদের এখন প্রায় ৪০ হাজার লোকের প্রয়োজন। রোমানিয়ায় প্রায় ১ হাজার বাংলাদেশির চাকরি হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের ৩০০ লোক ভিসার আবেদন করেছে কিন্তু ভিসা পাচ্ছে না। আমার সঙ্গে তাদের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে এবং তিনি জানিয়েছেন দিল্লিতে তাদের মিশন থেকে একটি কনসুল্যার দল ঢাকায় এসে ভিসা দেবে। নন-অ্যালাইনমেন্ট মুভমেন্ট (ন্যাম) সম্মেলনে যোগ দিতে সার্বিয়া গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘সার্বিয়া অনেক বড় একটি প্রকল্প হাতে নিয়েছে কিন্তু সেখানে জনশক্তি কম। ইতোমধ্যে তারা কিছু কর্মী নিয়েছে যারা মাসে ৫০০ ডলার বেতন পাচ্ছে এবং তাদের থাকা-খাওয়া ফ্রি।
সার্বিয়ায় কর্মী পাঠানোর জন্য একটি চুক্তির প্রয়োজন হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারিভাবে লোক নিতে চায় দেশটি।
ড. মোমেন বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বিষয়টি দেখবে। শ্রমিক পাঠানোর বিষয়টি হবে সরকার টু সরকার পর্যায়ে। বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করা হবে না। রোমানিয়ায় কয়েকশ বাংলাদেশি শিক্ষার্থীর স্কলারশিপের ব্যবস্থা করার ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, তার সফরের সময় দেশটির বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.