বিনোদন ডেস্ক :
গত ৩০ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্প কলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে লন্ডন প্রবাসী শিল্পী নান্দনিকা মন্ডল অজন্তা’র একক অডিও এ্যালবাম ” কে বা সঠিক পথ দেখাবে” এর এর মোড়ক উন্মোচন ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আযোজন করা হয়। স্পন্দন এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর রাসা, স্পন্দন এর সভাপতি জনাব রেজা, প্রজন্ম ৭১ এর সভাপতি মোঃ আজিজুর রহমান। এছাড়াও লেখক, সাংবাদিক, সংগীত শিল্পী, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অজন্তার বাবা মিহির মন্ডল, মা কাবেরী মন্ডল ও স্বজনরা উপস্থিত ছিলেন।

অ্যালবামে মোট ১০ টি গান রয়েছে। গানগুলো বিশিষ্ট গীতিকার ও সুরকার হীরা কাঞ্চন হীরক এর কথা ও সুরে অজন্তা একক ভাবে গেয়েছেন। গানগুলো হল- (১) লিখার কাগজ ছিঁরে খেলার, (২) ওরে একতারা দোতারা, (৩) এক ফাগুনের ভোরে, (৪) ছোট্ট দু’ভাই বোনে, (৫) মনটা খারাপ হয়, (৬) উড়তে উড়তে দাঁড়ালো থমকে, (৭) ফাগুন এলে কেন মাগো, (৮) মিঠেল মাটি মিঠেল মাটি, (৯) একাত্তুর দেখিনি দেখিনি বাহান্ন, (১০) ঝকঝক রেল গাড়ী।

বিক্রমপুরের রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মুন্সিগঞ্জ ন্যাপের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু ধীরেন্দ্র নাথ মন্ডলের দৌহিত্রা অজন্তার জন্ম ও বেড়ে ওঠা ইতালিতে এবং বর্তমানে বাবা-মায়ের সাথে লন্ডনে বসবাস করলেও তার পারিবারিক সাংস্কৃতিক সমৃদ্ধ ঐতিহ্যর ধারাবাহিকাতায় শিশুকাল থেকেই প্রবাসের ভিন্ন সংস্কৃতির প্রভাব এড়িয়ে খাঁটি বাঙালিয়ানা জীবনধারা বজায় রাখতে সচেষ্ট থেকেছে। আর সেকারনেই তার গানে ফুটে উঠেছে বাংলাদেশের প্রতি তার আকুলতা, বাংলাভাষা, মুক্তিযুদ্ধের কথা, মা-মাটি ও বাংলাদেশের শিশু কিশোরের স্বপ্নিল ভাললাগার কথা।
নান্দনিকা মন্ডল অজন্তা’র জন্ম ইতালীর রোম শহরে এবং ২০১০ সাল হতে লন্ডন শহরে বসবাস করলেও বাংলাদেশের প্রতি তার প্রচন্ড ভালবাসা ও টান রয়েছে। সে বর্তমানে লন্ডনে ৯ম শ্রেনীতে অধ্যয়নরত। পুরান ঢাকার সূত্রাপুর (কুলুটোলা) তাদের পারিবারিক বাসভবন।

নিজের প্রথম একক এ্যালবাম থেকে ”একাত্তুর দেখিনি দেখিনি বাহান্ন” ও ”ঝকঝক রেল গাড়ী” গান দুটি অনুষ্ঠানে গেয়ে শোনান। তার কন্ঠের মাধুর্যে ও গানের কথা গুলো সকলের মন ছুঁয়েছে। এ্যালবামের প্রতিটি গানই বাংলাদেশে সম্পর্কে প্রচন্ড আবেগ প্রকাশ পেয়েছে।
শিশু-কিশোরদের শৈশব নিয়ে অজন্তার কিশোরী কন্ঠে গাওয়া বেশ কয়েকটি গান এ্যালবামটিকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে।

অজন্তা অনুষ্ঠানে বলেন, আমি এই গানগুলিকে সকল মুক্তিযোদ্ধাদের কাছে উৎসর্গ করতে চাই, যারা তাঁদের জীবনের বিনিময়ে আমার মাতৃভুমিকে স্বাধীন করেছে। একই সাথে আমি এই গানগুলি আমার দাদার প্রতি উৎসর্গ করতে চাই, যিনি তাঁর সারা জীবন বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন।
অ্যালবামটি নিয়ে আমি অনেক আশাবাদী। কেননা অনেক সময় এবং যত্ন দিয়ে এটি তৈরি করেছি। আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে।’
অজন্তার বাবা মিহির মন্ডল যিনি প্রবাসে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব হিসেবে সকলের কাছে সুপরিচিত। অনুষ্ঠানে তার বক্তব্যে প্রবাসে থেকেও বাংলাদেশের শুদ্ধ ধারার সংস্কৃতিকে টিকেয়ে রাখার জন্য অনলস ভাবে কাজ করছেন বলে জানান। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাঁর কন্যা অজন্তার জন্য আর্শিবাদ ও দোয়া প্রার্থনা করেছেন।