দর্পণ ডেস্ক : দেশের কিংবদন্তি গীতিকার ও সুরকার আলাউদ্দিন আলী লাইফ সাপোর্টে। ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে আছেন তিনি। সঙ্গে রয়েছেন তার স্ত্রী ফারজানা আলী ও তার সন্তানরা।

পারিবারিক সূত্রে জানানো হয়, আলাউদ্দিন আলীর শারীরিক অবস্থা খারাপের দিকে গেলে শনিবার ভোর পৌনে ৫টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে কিছুক্ষণ পর তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলী জানান, ‘উনার অবস্থা খারাপ হলে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়ে হাসপাতালে আনার ব্যবস্থা করি। আসার পর চিকিৎসক পরীক্ষা করে দেখেন অক্সিজেন মাত্রা খুব কম। তীব্র শ্বাসকষ্ট হচ্ছে। এমন অবস্থায় দ্রুত তাকে ভেন্টিলেটরে ব্যবস্থায় নেয়া হয়। এখনো রক্তচাপ, হৃৎস্পন্দন স্বাভাবিক না। সব মিলিয়ে বলা যায়, উনার অবস্থা মোটেও ভালো না। আগামী ২৪ ঘণ্টা তার জন্য খুব ঝুঁকিপূর্ণ।’

আলাউদ্দিন আলী ফুসফুসের প্রদাহ ও রক্তে সংক্রমণের সমস্যায় ভুগছেন। ২০১৫ সালের ৩ জুলাই তাকে ব্যাংকক নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষার পর জানা যায়, তার ফুসফুসে একটি টিউমার রয়েছে। এরপর তার অন্যান্য শারীরিক সমস্যার পাশাপাশি ক্যান্সারের চিকিৎসাও চলছিল।

আলাউদ্দিন আলীর কন্যা কণ্ঠশিল্পী আলিফ আলাউদ্দিন বলেন, ‘বাবার অবস্থা আজ সত্যিই সংকটাপন্ন। আপনারা সবাই বাবার জন্য দোয়া করবেন।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত আলাউদ্দিন আলী বাংলা গান, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অসংখ্য শ্রোতাপ্রিয় গানের স্রষ্টা। একই সঙ্গে তিনি সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার।