আলিম সোহেল, সাভার : হেমায়েতপুরে লুকিয়ে চলছে সার কারখানাগুলো। কারোরই লাইসেন্সের কোনো বালাই নেই। সরেজমিন গেলে সবাই ট্রেড লাইসেন্স দেখায়। অথচ একটা সার কারখানা করতে গেলে কীটনাশক অধিদপ্তরের কাগজসহ কেমিক্যাল লাইসেন্সের প্রয়োজন হয় এটা অনেক কারখানার মালিক জানেনই না। কালেভাদ্রে প্রশাসনের অভিযান হলে কোনােমতে ম্যানেজ করে চালিয়ে নেয়া হয়। এমন ফ্রি স্টাইলে কারখানা চলে। আর এত নোংরা পরিবেশ ১ কিলোমিটারের মধ্যে টের পাওয়া যায় এখানে সার কারখানা। এ ব্যপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলে তারা আশুপদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর অভিমত দ্রুত কারখানাগুলো সরিয়ে নেয়া উচিত না হলে রোগবালাই ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে।