অনলাইন ডেস্ক : বিয়ের দুই বছরের মাথায় স্বামী সাফায়াত আলীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেল লাক্স-চ্যানেল আই তারকা নাদিয়া আফরিন মিমের। গতকাল শনিবার রাতে মিম জানান, গত মে থেকেই তারা আলাদা থাকছেন।
বিচ্ছেদের বিষয়ে মিম বলেন, ‘যে স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলাম, তা একটা সময়ে বাস্তব মনে হচ্ছিল না। কোথায় যেন একটা শূন্যতা তৈরি হয়। একটা পর্যায়ে তো আমাদের মতের অমিল দেখা দেয়, যা কোনোভাবেই মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়।’
২০১৬ সালের ২৮ এপ্রিল বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলীকে চুপিসারে বিয়ে করেছিলেন নাদিয়া মিম। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও কিছুদিন পর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি।
লাক্স-চ্যানেল আইয়ের এই তারকা বলেন, ‘আমি এখন বাবার বাসায় থাকি। নিজেকে গুছিয়ে নিয়েছি। সব ভুলে সামনে এগিয়ে যেতে চাই। ওর বয়স ৩০, আমার ২১। আমাদের বয়সের বেশ বড় একটা গ্যাপ আছে। তাই প্রায়ই আমাদের মতের অমিল হতো।’
বর্তমানের ভাবনা সম্পর্কে মিম বলেন, ‘এখন বিয়ের কথা ভাবছি না। বেশি ভবিষ্যতের কথা চিন্তা করি না। এটা (বিয়ে) হয়ে যাওয়ার বিষয়।’
২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরার মুকুট মাথায় পরেন নাদিয়া মিম। পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি ব্র্যান্ড নিউ গাড়ির চাবি ও ১০ লাখ টাকার চেক। শোবিজে সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে নিজের অবস্থান করে নেন তিনি। বেশ কিছু নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিম।