গোফরান পলাশ, পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ
মা, বাবাকে পিটিয়ে জখম করেছে ছেলে ও তার নাতীরা। মঙ্গলবার শেষ বিকালে
উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার
বাবা বিমল হাওলাদার তার স্ত্রী সহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায়
চার জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করলেও অভিযুক্ত কাউকে আটক
করতে পারেনি পুলিশ।

আহত বাবা বিমল হাওলাদার জানান, ঘটনার সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে
তাকে পিটিয়ে জখম করে ছেলে গোবিন্দ হাওলাদার ও তার সন্তানেরা। এসময় ছেলে
মধুসুদন হাওলাদার ও তার স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত
করা হয়। তবে অভিযুক্ত গোবিন্দ  হাওলাদার জানান, মারামারির সময় আমি ছিলাম
না।

কলাপাড়া থানার ওসি মো. জমিস জানান, এঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ
ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।