smart

লালপুর (নাটোর ) প্রতিনিধি : নাটোরের লালপুরে ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কনফারেন্স অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর ২০২২) উপজেলার আব্দুলপুর বাজারে আলহাজ্ব মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামীম আহম্মেদ সাগর, আব্দুলপুর মোশারফ উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও সাবেক ছাত্রলীগের নেতা শাহজাহান আলী, আব্দুলপুর মোশারফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নান্নু, লালপুর কৃষকলীগের সভাপতি রফিকুল বাসার, মকসুদুর রহমান মাষ্টার, মিল্কীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা নাটোর জেলা সভাপতি সালাহউদ্দিন, লালপুর উপজেলা সভাপতি জামিরুল ইসলাম মাষ্টার, আব্দুলপুর সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মানিক। এছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । আলোচনা শেষে দশ বছর পূর্তি উপলক্ষ্যে দোয়া ও কেক কাটা হয়।