লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে গ্রীনভ্যালি পার্কে সাংবাদিকদের আনন্দ উদযাপন করা হয়। বুধবার (৬ জুলাই ২০২২) গ্রীনভ্যালি পার্ক লিমিটেডের পারিজাত চত্বরে উৎসবের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পার্কের চেয়ারম্যান আরজুমান্দ বানু পুষ্প, আবু বকর সিদ্দিক পলাশ, শামসুজ্জোহা, সুলতানুজ্জামান টিপু, আব্দুল মোত্তালেব রায়হানসহ পরিচালকগণ।
এ সময় লালপুর উপজেলা প্রসেক্লাবরে সভাপতি আব্দুল মোত্তালবে রায়হান, সাধারণ সম্পাদক প্রভাষক মোয়াজ্জেম হোসনে, সিনিয়র সহ-সভাপতি সাহীন ইসলাম, আব্দুর রশিদ মাষ্টার, সালাহ্ উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম মাস্টার, লালপুর থানা প্রেসক্লাবের মুক্তার হোসেন, ইমাম হাসান মুক্তি, এ কে আজাদ সেন্টু, লালপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, পদ্মা প্রবাহ্ পত্রিকার সম্পাদক সাদ আহমেদ, লালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটনসহ চারটি প্রেসক্লাবের ৭০ জন সাংবাদিক উপস্থতি ছিলেন।
২০১৯ সালের ২৫ জানুয়ারি লালপুরবাসীর স্বপ্নের পার্ক উদ্বোধন করেন প্রয়াত মুক্তিযোদ্ধা আদম আলীর সহধর্মিণী আজমিরা খাতুন। দেশের উষ্ণতম ও সর্বনিম্ন বৃষ্টিপাত এলাকা হিসেবে দেশবাসীর নিকট পরিচিত লালপুর। এবার নতুন করে লালপুরকে চিনবে দেশ-বিদেশে।
পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরীয়া পারভীন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পর্যটনের জগতে লালপুরকে পরিচিত করেছে গ্রীনভ্যালি পার্ক লিমিটেড। দেশের ৩৭ জন পরিচালকের সহযোগিতায় প্রায় ৩০ একর জমির ওপর পার্কটি প্রতিষ্ঠিত। পার্কটিতে পিকনিক স্পট, শুটিস্পট, এ্যাডভেঞ্চার রাইডস, কনর্সাট এন্ড প্রোগ্রাউন্ড, নিজস্ব নিজস্ব বিদ্যুৎ সুবিধা, নামাজের সু-ব্যবস্থা, সিকিউরিটি সার্ভিসের ব্যবস্থা, ডেকোরেটর সুবিধা, গাড়ি পার্কিং ব্যবস্থা, ক্যাফেটেরিয়া, শপ কর্ণার, সভা-সেমিনার এর জায়গা, আবাসিক ব্যবস্থা, পার্কিং সুবিধা রয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.