লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোর জেলা পরিষদ নির্বাচন-২০২২ নাটোরের লালপুর উপজেলার ৪নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মতিউর রহমান মতি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি জয়লাভ করেন। সোমবার আয়োজিত এই ভোটে লালপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শতভাগ ভোটগ্রহণ হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে সাজেদুর রহমান খান পেয়েছেন চশমা প্রতীকে ৮৭ ভোট ও মোঃ নুরুন্নবী মৃধা ঘোড়া প্রতীকে পেয়েছেন ৫৭ ভোট। সদস্য পদে মোঃ মতিউর রহমান (হাতি) ৪৫ ভোট, মোঃ তৌহিদুল ইসলাম বাঘা (টিউবওয়েল) ৪৪ ভোট, মোঃ রফিকুল বাশার (ফ্যান) ১২ ভোট, মোঃ মিজানুর রহমান মিন্টু (ঘুড়ি) ৪২ ভোট এবং মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক (তালা) প্রতীকে পেয়েছেন ১ ভোট।
এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে লাভলী ইয়াসমিন (ফুটবল) ৮৫ ভোট, আমিরন বেগম (বই) ৬ ভোট, ফরিদা পারভীন (দোয়াত কলম) ৪ ভোট, মহুয়া পারভীন লিপি (লাটিম) ২ ভোট, লাইলী বেগম (মাইক) ৪ ভোট, শেফালী আক্তার বিজলী (ঘড়ি) ১৯ ভোট এবং বিউটি বেগম (হরিন) ২৪ ভোট পেয়েছেন।