লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড চেম্বারে স্বাস্থ্যবিধি মেনে পল্লী চিকিৎসকদের ‘ফ্যামিলি প্লানিং’ বিষয়ে ব্যবহার সম্পর্কে একদিনের প্রশিক্ষণ কর্মশালা প্রদান করে এসএমসি কোম্পানি।
মঙ্গলবার (১৫ মার্চ ) সকাল ৯টা হতে দুপুর ২টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসএমসি কোম্পানি ১৯৭৪ সালে শুরু করে এ পর্যন্ত পরিবার-পরিকল্পনা, জন্মনিয়ন্ত্রণ পিল মাধ্যমে বর্তমানে বাংলাদেশের শিশু জন্ম ১.৩৭% নেমে এসেছে । আশির দশকে সারাদেশে যখন ডায়রিয়া হলে মানুষ পানি পান করা থেকে বিরত থাকতো, মানুষ মৃত্যুবরণ করতো, তখন একমাত্র এসএমসি কোম্পানি খাবার সেলাই তৈরি করে মানুষকে এই মহামারি রোগ থেকে নিয়ন্ত্রণে আনে। এটি একটা অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। বর্তমানে মা ও শিশু নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় পল্লী চিকিৎসকদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য এই প্রশিক্ষণ কর্মশালা চালু করেছে এসএসসি কোম্পানি ।
পল্লী চিকিৎসক রবিউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসএমসি কোম্পানির রাজশাহী এরিয়ার সেলস ম্যানেজার হাবিবুর রহমান, লালপুর প্রতিনিধি আশিকুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি জামিরুল ইসলাম, ওয়ান ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড চেম্বারের পরিচালক মহব্বত আলী, ৩নং চংধুপইল ইউনিয়নের ডি.এম.এফ ও আর.এম.এ পল্লী চিকিৎসকবৃন্দ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.