ঈদের চতুর্থ দিনে লালবাগ কেল্লায় দর্শনার্থীদের ভিড়। ছবি: সংগৃহীত

বুধবার লালবাগ কেল্লায় গেলে এমনটি চোখে পড়ে। 

ঐতিহাসিক এই স্থাপনার কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে দর্শনার্থীদের চাপ বেশি থাকে। বিকেলে সেই চাপ আরো বেড়েছে। প্রতিবছরের মতো এবারো বাড়তি নিরাপত্তার জন্য পুলিশসহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকাল ১০টা থেকে কেল্লার প্রবেশ পথ খুলে দেওয়া হয়। কিন্তু বেলা পড়তেই দর্শনার্থীর চাপ বাড়তে থাকে। সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে লালবাগ কেল্লা।

জানা গেছে, ঈদের ছুটি কিংবা বিশেষ দিনে লালবাগ কেল্লায় প্রতিদিন ১০ হাজার থেকে ১২ হাজার দর্শনার্থী আসেন। এবার দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাড্ডা থেকে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসেন রোকসানা বেগম। তিনি বলেন, ছেলে-মেয়ে নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি। ঈদ বা অন্য অনুষ্ঠানের সময় বেশি আসা হয়। এখন বর্ষার সময় বৃষ্টি নেই। একটু গরম থাকলেও এবার বেশ ভালো লাগছে। বাচ্চারাও ঘুরে বেশ মজা পাচ্ছে। 
 
রাজধানীর গেণ্ডারিয়া থেকে ঘুরতে এসেছেন রেজাউল করিম। তিনি বলেন, ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই প্রথমবার এলাম। ঈদের ছুটিতে পরিবার নিয়ে ঘুরে বেড়ানো, একই সঙ্গে ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার মজাই আলাদা। বেশ আনন্দ লাগছে।

দনিয়া এলাকা থেকে এসেছেন জসিম উদ্দিন। তিনি বলেন, আমি ব্যবসা করি। সেভাবে সময় হয় না। কয়েক বছর পর এবার পরিবার নিয়ে এলাম। ঘুরতে ভালো লাগছে। আগে এসব এলাকায় অনেক ঘোরাঘুরি করতাম। এটি ঢাকার একটি সুপরিচিত জায়গা। এখানে এলেই মজা লাগে।