‌‌‌‌‌‌দর্পণ ডেস্ক : কয়েক দিন আগেই ঘরের মাঠে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এবার তো হেরেই গেল, সেটাও আবার পুঁচকে রায়ো ভায়োকানোর কাছে। সোমবার রাতে রায়োর মাঠে গিয়ে ৩-২ গোলে হেরেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
ব্যালন ডি’অরজয়ী তারকা করিম বেনজেমা ও জার্মান তারকা টনি ক্রুসকে ছাড়াই মাঠে নামে রিয়াল। পঞ্চম মিনিটেই আলভারো গার্সিয়ার পাস থেকে গোল করেন রায়োর সান্তিয়াগো কমেসনা। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করেন রিয়ালের ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ। ব্রাজিলীয় তারকা এডার মিলিটাওয়ের গোলে ৪১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। বিরতির আগমুহূর্তে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আলভারো গার্সিয়া। বিরতির পর একটি গোলই হয়। সেটি পেনাল্টি থেকে। আর্জেন্টাইন খেলোয়াড় অস্কার ত্রেজোর সেই গোলই রায়োকে এনে দেয় ৩-২ গোলের জয়। রায়োর এই জয়ে লাভ হলো বার্সেলোনার। এই ম্যাচে জিতলে ১৩ ম্যাচ শেষে বার্সার ওপরে থাকত রিয়াল। বর্তমানে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সা, সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। ২১ পয়েন্ট পাওয়া রায়ো আছে অষ্টম স্থানে।