প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া বা পার্টিতে যেতে নিজেকে তো সবচেয়ে সুন্দর করে সাজাতে হবে। আর সাজের পূর্ণতা নির্ভর করে অনেকটাই ঠোঁটের ওপর। তাই ভালোবাসা দিবসে বেছে নিন উষ্ণ লাল রং। আর লিপস্টিককে দীর্ঘস্থায়ী করতে জেনে নিন কয়েকটি টিপস-
> লিপস্টিক লাগানোর আগে আপনার ঠোঁটকে এক্সফোলিয়েট করে নিন। বসন্ত এসে গেলেও এখনো ঠোঁট ফাটছেই। তাই লিপ বাম বা ময়েশ্চারাইজার লাগিয়ে রাখুন।
> ময়েশ্চারাইজ করার আগে চাইলে স্ক্রাবিং করে নিন। এতে ঠোঁটের মরা চামড়া উঠে গিয়ে দীর্ঘক্ষণ সতেজ থাকবে।
> ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করুন।
> লিপস্টিক লাগানোর আগে প্রাইমার লাগিয়ে নিন। এতে করে লিপস্টিক দীর্ঘক্ষণ স্থায়ী হবে।
> প্রাইমার লাগানোর পর চাইলে ফাউন্ডেশন লাগিয়ে নিন। এরপর পছন্দের লিপস্টিকটি লাগিয়ে নিন।
> আপনার লিপস্টিকটি দীর্ঘস্থায়ী করতে একটি টিস্যু ঠোঁটে চেপে ধরুন কিছুক্ষণ। এতে করে বাড়তি রং উঠে আসবে। আর লিপস্টিকের স্থায়ী হবে দীর্ঘক্ষণ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া