এদিকে জনসমাগমের কারণে হাতিরঝিলের ব্যবসায়ীদেরও ব্যস্ততা বেড়েছে। বাদাম, ঝালমুড়ি, চানাচুর, পানি, বিভিন্ন রকম ফুলের মালা নিয়ে হকারদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করতে দেখা গেছে।
পরিবার নিয়ে ঘুরতে আসা ইয়াসিন কবির, খুব বেশি বের হতে পারি না। ঈদের ছুটিতে বের হয়েছি। পুরো হাতিরঝিলে ঘুরেছি। ওয়াটার টেক্সিতে চড়েছি। খুব ভালো লাগছে। এখানকার পরিবেশও বেশ ভালো। ব্যস্ত ঢাকার মধ্যে হাতিরঝিল একটি সুন্দর জায়গা।
সাইদুর রহমান নামে একজন বলেন, ছেলে-মেয়ে নিয়ে এসেছি। ওরা হাতির ভাস্কর্যের ওপরে উঠেছে। ছবি তুলেছে। আমরা ওয়াটার টেক্সিতে চড়েছি। অনেক আনন্দ করেছি। বাচ্চাদের আনন্দ দেখে আমাদেরও ভালো লাগছে।
বাদাম বিক্রেতা আলমগীর বলেন, ঈদের পর আজকে লোকসমাগম বেশি। বিক্রিও হচ্ছে ভালো। সন্ধ্যার আগেই এখানকার রেস্টুরেন্টগুলোতেও ভিড় বাড়বে।