শতবর্ষী বৃদ্ধের কাছে হেরে গেল করোনাভাইরাস!

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বের বিভিন্ন দেশে ১ লাখ ১০ হাজার ৬৬ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর মধ্যে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩০ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৭৩৫ জনে। এর মধ্যে ৫৮ হাজার ৬০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৩৫ জন। বিশ্বজুড়ে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৬ জন। এ রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৭৮ জন।

এদিকে, প্রাণঘাতী এই করোনাভাইরাসে যখন প্রতিদিনই মৃতের সংখ্যা বাড়ছে, তখন এর সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরলেন শতবর্ষী এক বৃদ্ধ। তিনিই এই ভাইরাসের থাবা থেকে সুস্থ হয়ে ফেরা সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি।  চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৃদ্ধের জন্ম ১৯২০ সালে। তিনি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ফেব্রুয়ারি চীনের উহানের ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হেল্থ কেয়ারে ভর্তি হয়েছিলেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পাশাপাশি আলঝেইমার, উচ্চ রক্তচাপ ও হৃদরোগে ভুগছিলেন।

বিডি প্রতিদিন/কালাম