ছবি: সংগৃহীত

নির্মাতা বদিউল আলম খোকন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

খোকন বলেন, ‘অফিসার’ সিনেমার শুটিং প্রায় শেষ। গতকাল সারাদিন শাকিবের বাড়িতে শুটিং করেছি। আজ মিশা সওদাগরের ডাবিং হচ্ছে। এরপরই মিশা আর মাহির অংশের কাজ শেষ হবে। বাকি থাকবে ডিএ তায়েবের অংশ। পুলিশ অপারেশনের সিনেমা। ডিএ তায়েবের অংশ শেষ করলেই সিনেমার শুটিং শেষ।

‘অফিসার’ সিনেমায় ডিএ তায়েবের সঙ্গে মাহিকে দেখা যাবে। চলতি বছরের শুরুর দিকে এর দৃশ্যধারণ শুরু হয়। সিনেমাটি প্রযোজনা করছে এস জি প্রোডাকশান। সিনেমাটিতে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, রশিদ, অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজসহ অনেকেই।