অনলাইন ডেস্ক : গৃহবধূর উপর ভর করেছে ‘শাশুড়ির আত্মা’। আর তাই ভূত তাড়াতে ডাকা হয়েছে ওঝা। তিনি এসে গৃহবধূকে খাওয়ান পায়রার মাংস। তারপর থেকেই অজ্ঞান ওই গৃহবধূ।
চাঞ্চল্যকর ঘটনাটি কলকাতার মধ্যমগ্রামের।গতকাল বুধবার এলাকার সাহেব বাগান নামে একটি এলাকায় ঘটনাটি ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এপিবির খবরে বলা হয়েছে, মধ্যমগ্রামের ওই গৃহবধূ কয়েকদিনের জন্য নিজের মায়ের বাড়িতে এসেছিলেন। এ সময়ই নাকি তার ওপর ভর করে শাশুড়ির আত্মা। কয়েক দিন ধরেই ওই নারী ভৌতিক আচরণ করছেন বলে জানায় তার পরিবার।
পরে শাশুড়ির ভূত তাড়াতে ওঝা ডাকে তার পরিবার। রাতভর মাইক বাজিয়ে মন্ত্রপাঠ, যজ্ঞ করেন ওঝারা। পরে তাকে পায়রার রক্ত খাওয়ান ওঝারা। পরিবারের অভিযোগ, এরপর থেকেই সংজ্ঞাহীন হয়ে আছেন ওই গৃহবধূ।
এদিকে ওই নারীর পাশের বাড়ির এক ১৫ কিশোরের উপরও ভর করেছে এক নারী। জানা গেছে, আগের জন্মে ওই নারী শিশুকে প্রেমিক হিসেবে চেয়েছিলেন। কিন্তু সে জনমে না পাওয়ায় তার উপর ভর করেছে ওই নারীর আত্মা। ওই কিশোরকেও পায়রার রক্ত খাওয়ানোর অভিযোগ উঠেছে।