অনলাইন ডেস্ক :
বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘাতকদের বিচারসহ ৯ দফা দাবিতে বৃষ্টি মাথায় বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো সড়কে অবস্থান করছিল শিক্ষার্থীরা। এদিন সীমিত আকারে যান চলাচল করলেও মোড়ে মোড়ে গাড়ি এবং চালকদের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন শিক্ষার্থী।

সকালে ধানমন্ডি এলাকা দিয়ে নিজের গন্তব্যে যাচ্ছিলেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এসময় তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ান আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী। তারা এসময় মন্ত্রীর গাড়ির ড্রাইভারের লাইসেন্স দেখতে চান। সেসময় গাড়িতে ড্রাইভারের লাইসেন্স না থাকায় মন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জ্ঞাপন করে তাদের অনুরোধে গাড়ি ছেড়ে দেন। এসময় শিক্ষার্থীরা করতালি দিয়ে মন্ত্রীর সেই তাৎক্ষণিক সিদ্ধান্তকে স্বাগত জানান।

এরপর বৃষ্টির মধ্যেই পানি সম্পদ মন্ত্রী কিছুটা হেটে অন্য একটি গাড়ির দিকে রওনা হন।

উল্লেখ্য, আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষার্থীরা ফার্মগেট, শাহবাগ, মতিঝিল, সাইন্সল্যাব ও মিরপুরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবস্থান করছেন। তারা যানবাহনের লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা। তারা কোনো যান চলাচলে বাধার দিচ্ছে না। গাড়ির কাগজপত্র ঠিক থাকলে ছেড়ে দিচ্ছে।

আজিমপুর মোড়, শাহবাগ মোড়, মিরপুর, মতিঝিল, মোহাম্মদপুর, সায়েদাবাদ, উত্তরা, রোকেয়া সরণি, প্রগতি সরণি, এয়ারপোর্ট রোড, কাজী নজরুল ইসলাম এভিনিউতে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে গাড়ি এবং চালকদের কাগজপত্র পরীক্ষা করে দেখছেন শিক্ষার্থীরা।