দর্পণ ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের লজেন্স দিয়ে রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রাজধানীর শাহবাগে মোড়ে যান। সেখানে লজেন্স দিয়ে শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তারা বলেন, আমরা এই আন্দোলনকে সমর্থন করি। আন্দোলনে বাধা দেয়ার জন্য আমরা এখানে আসেনি। প্রধানমন্ত্রী আমাদের বলেছেন ছাত্রদের বুঝানোর জন্য। তারা যেন কোন মহলের প্ররোচনায় ভুলপথে পরিচালিত না হয়।’
ছাত্রলীগ নেতারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রী তোমাদের সব দাবি মেনে নিয়েছে। এবার তোমরা ক্লাসে ফিরে যাও। আমরা বড়রা এতদিন যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছ। ট্রাফিক ব্যবস্থা ঠিক করার জন্য মন্ত্রণালয়, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন। আন্দোলনের পর সব জায়গায় পরিবর্তন এসেছে।
এ সময় মিরপুর ও জিগাতলা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের নাম উঠে আসায় ক্ষোভ জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। তখন সঞ্জিত বলেন, আমরা বল্লাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রলীগকর্মী যদি আপনাদের উপর কোনো আঘাত হানে, তবে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দেখিয়ে দেব।
এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে লজেন্স খাওয়ান। এ সময় আন্দোলনকারীরাও ছাত্রলীগ নেতাদের চিপস খাওয়ায়। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।