অনলাইন ডেস্ক : সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় নিরাপদ সড়কের দাবিতে গত কয়েকদিনের তুলনায় আন্দোলনরত শিক্ষার্থীদের শুক্রবার (০৩ আগস্ট) সেভাবে দেখা যায়নি নগরীর সড়কে। আর ভাঙচুর ও নিরাপত্তার অজুহাতে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করায় পুরো নগরী এখন প্রায় বাসশূন্য।

শুক্রবার আন্দোলনের পঞ্চম দিন রাজধানীর কল্যাণপুর, মিরপুর, মহাখালী, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, সায়েন্সল্যাব এলাকাগুলোতে সকাল থেকেই যান চলাচল ছিল স্বাভাবিক। তবে নগরীর রাস্তায় বাস দেখা গেছে হাতেগোনা কয়েকটি।

ছুটির দিন বিকেল ৩টা পর্যন্ত নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে তেমনভাবে বাস চলাচল করতে দেখা যায়নি। একইসঙ্গে রাজধানী থেকে অন্যদিনের মতো ছেড়ে যায়নি বা রাজধানীতে প্রবেশ করেনি দেশের বিভিন্ন জেলার দূরপাল্লার বাসগুলো। এর আগে সকালে রাজধানীর সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস বন্ধ রেখে রাস্তায় অবস্থান নেন পরিবহন শ্রমিকরা।

সকাল থেকে রাজধানীর রাস্তাগুলো ছিলো প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশা আর রিকশার দখলে। ফলে সাধারণ জনগণকে নির্দিষ্ট গন্তব্যে যেতে ঝক্কি-ঝামেলা না পোহালেও গুনতে হয়েছে মোটা অঙ্কের ভাড়া। আর ভুগতে হয়েছে ঢাকার বাইরের যাত্রীদের।

এ প্রসঙ্গে দুপুরে কথা হয় মেহেরপুরগামী রুবেল হোসেনের সঙ্গে। সকাল থেকে বাসের অপেক্ষায় তিনি বসেছিলেন কল্যাণপুর। রুবেল এবং মেহেরপুরগামী জে. আর পরিবহনসহ অন্যান্য কয়েকটি বাস কাউন্টারে কথা বলে জানা গেছে, সকাল থেকে মেহেরপুর থেকে ঢাকায় কোনো বাস না আসায় রাতের আগে ছাড়ছে না এই রুটের বাসগুলো। প্রায় একই অবস্থা রাজশাহী, খুলনা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, ঝালকাঠি ও জয়পুরহাটসহ বেশ কিছু জেলার।

এদিকে সাপ্তাহিক ছুটির দিন, বিসিএস ও ব্যাংকের পরীক্ষা এবং সকালে জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মানববন্ধনের কারণে শুক্রবার আন্দোলন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন শিক্ষার্থী।

এ ব্যাপারে প্রেসক্লাব থেকে মানববন্ধন শেষে ফেরার পথে দুপুরে সায়েন্সল্যাবে কথা হয় ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন এবং বড় ভাইদের বিসিএস ও ব্যাংকের পরীক্ষা আছে। সেদিক বিবেচনা করেই আজ আন্দোলন স্থগিত রাখা হয়েছে। এছাড়া ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মানববন্ধনের কারণও এর একটি অন্যতম দিক।

তবে শনিবার (০৪ আগস্ট) থেকে ফের আন্দোলনে শিক্ষার্থীরা রাজপথে নামবে বলেও জানান আন্দোলনকারী এ শিক্ষার্থী ও তার সহপাঠীরা।