বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত কারাগারে পাঠানোর এ আদেশ দেন। কাফরুল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. ইউসুফ আলী বিষয়টি জানিয়েছেন।
এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) ভাস্কর রায়। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। তবে আদালত আগামী ২০ জুলাই জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। একইসঙ্গে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৩ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বির মোটরসাইকেল নিয়ে কাফরুল থানাধীন মিরপুর-১৩ পুলিশ স্টাফ কলেজের মেইন গেটের বিপরীত পাশে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় পিছন দিক থেকে ডিএনসিসির ময়লাবাহী গাড়ি সাব্বিরের মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত সাব্বিরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাতেই সাব্বিরের বাবা বাচ্চু মিয়া কামরুল থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।