দর্পণ রিপোর্ট:
রাজধানীতে সারা দিন বর্ষার দেখা না মিললেও সংগীত প্রিয় শ্রোতাদের বর্ষার রোমাঞ্চকর আমেজে মুগ্ধ করেছে গতকাল শনিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে সৃজনশীল গানের দল ’নিবেদন’ এর বর্ষা নিয়ে আধুনিক গানের প্রানবন্ত সুরের আসর।
সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘বরষার নতুন গান’ শীর্ষক এই সঙ্গীতাসরে ‘নিবেদন’ এর সভাপতি বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠাটি নির্ধারিত সময় ঠিক সন্ধ্যা ৬টা ৩০মিনিটে শুরু হয় এবং বিরতীহীনভাবে বৈঠকী ঢংয়ে সুশোভিত একমঞ্চে সকল শিল্পী উপস্থিত থেকে একের পর এক তাদের সুললিত কন্ঠে সংগীত পরিবেশন করে উপস্থিত হলভর্তি শ্রোতাদেরকে সুরের মুর্ছনায় বিমোহিত করে রাখেন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত।


‘মেঘ পাঠালো নতুন গানের নিমন্ত্রন’ বিশ্বজিৎ রায়ের সুর করা সম্মিলিত কন্ঠের গান দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। এর পর এক এক করে- সুমনা দাশ গেয়ে শোনান ‘শ্রাবণের মেঘ এসে জমে শুধু আকাশে’ ও ‘যখন বৃষ্টি নামে প্রাণহীন এই শহরে’। সুজ্যোতি রায় ‘সেই কবে কে বলেছিল’, রজত দত্ত পরিবেশন করেন ‘কণ্ঠে আমার বাদল বেলার গান’, লীনা দাস পরিবেশন করেন ‘ওগো মেঘ উড়ে যাও’ ও ‘আকাশে বৃষ্টি এলে মন্দ হতো না’, সুজন রায় ও অমিতাভ দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘একটি পাতায় টুপ’, সেলিম রেজা গাইলেন ‘টিনের চালে টাপুর টুপুর’ ও ‘সেথায় আমার দুঃখিনী মা’, সুতপা রায় ‘দোহাই শ্রাবণ এসো না’ ও ‘তুমি চলে যাবার পর’, জয়ন্ত মন্ডল পরিবেশন করেন ‘আকাশে বৃষ্টি নেই’। দ্বৈত কণ্ঠে মুক্তা ও স্মৃতি শুনিয়েছেন ‘এক শ্রাবণের এপার ওপার’। বিশ্বজিৎ রায় গেয়ে শোনান ‘ভাসান ঢলে ভাসে ডুবে’ এবং ‘ও সাদা মেঘের দল’। ‘আষাঢ় ওরে আকাল আষাঢ় আয়’ সম্মিলিত গান দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
বর্ষা নিয়ে রচিত নতুন গানগুলোর রচয়িতারা হলেন মোহাম্মদ রফিকউজ্জামান, আবু হেনা মোস্তফা কামাল, আবু জাফর, আবিদ আনোয়ার, মুন্সী ওয়াদুদ, ফেরদৌস হোসেন ভূঁইয়া, অরিজিৎ চৌধুরী, বিশ্বজিৎ রায়, তপন বাগচী ও ড. শাহেদ ইকবাল। গানগুলোয় সুর সংযোজন করেছেন শেখ সাদী খান, সুজেয় শ্যাম, অনুপ ভট্টাচার্য, মাহমুদ সেলিম ও বিশ্বজিৎ রায়। সঙ্গীতানুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্বজিৎ রায়।