দর্পণ ডেস্ক : ফেসবুক জানিয়েছে, লাগাতার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তির মাধ্যমে তাদের প্ল্যাটফর্ম থেকে নগ্ন অবস্থায় শিশুদের বিপুল পরিমান নগ্ন ছবি তারা মুছে ফেলেছে। বিশ্বব্যাপী বাড়তে থাকা শিশুদের যৌন হেনস্থার জন্য সাময়িকভাবে এই ধরনের ছবিকেই দায়ী করছে ফেসবুক।

ফেসবুকের ‘কমিউনিটি স্ট্যান্ডার্ডস’ শিশুদের প্রতি শারীরিক অত্যাচার এবং নগ্ন ছবির অপব্যবহারের সম্ভাবনা এড়ানোর জন্য আপলোডে নিষেধাজ্ঞা জারি করেছে। উদাহরণ হিসাবে যেমন ফেসবুক জানিয়েছে, শিশুদের স্নানের ছবি দেওয়া যাবে না সোশ্যাল সাইটে।

এই পদক্ষেপটি শিশুদের বিপদের মুখে ফেলতে পারে এমন কোনো বিষয় সনাক্ত করতে প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার করেছে এবং ফেসবুকে শিশুদের হেনস্থা করেছে বা করতে পারে এমন কিছু সম্ভাব্য অ্যাকাউন্টেরও সন্ধান করছে ইতিমধ্যে। অতিরিক্ত ক্ষতি যাতে না হয়ে যায় তার জন্য আগেভাগেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।