আন্তর্জাতিক ডেস্ক :
বিশ্বের ধনী দেশ কাতার নিজেদের অবস্থান হারাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার। কাতারকে সরিয়ে ওই স্থান দখল করছে চীনের ছিটমহল ম্যাকাও। খবর মিডল ইস্ট মিরর।
গত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যেরে গ্যাসমৃদ্ধ দেশ কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশের তালিকায় শীর্ষে রয়েছে। আন্তর্জাতিক মনিটারি ফান্ডের (আইএমএফ) তথ্য অনুযায়ী, এক বছর আগেও কাতারের মাথাপিছু জিডিপি ছিল ১ লাখ ২৭ হাজার ৬০০ ডলার।
সে সময় দ্বিতীয় অবস্থানে থাকা লুক্সেমবার্গের জিডিপির পরিমাণ ছিল ১ লাখ ৪ হাজার ৩ ডলার। সাধারণভাবেই কাতারের অবস্থান বেশ নিরাপদই মনে করা হয়েছিল।
তবে আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, সম্প্রতি বৈশ্বিক ক্যাসিনাে হাব ম্যাকাউয়ের জিডিপি বেড়ে কাতারের কাছাকাছি চলে গেছে। ধারণা করা হচ্ছে ২০২০ সালের মধ্যে কাতারকে ছাড়িয়ে যাবে ম্যাকাও।
সে সময় দেশটির জিডিপি ১ লাখ ৪৩ হাজার ১১৬ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর কাতারের জিডিপি হতে পারে ১ লাখ ৩৯ হাজার ১৫১ ডলার। ফলে কাতারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে ধনী দেশে পরিণত হবে ম্যাকাও।
অতীতে পর্তুগালের নিয়ন্ত্রণে থাকা চীনের দক্ষিণাঞ্চলে অবস্থিত ম্যাকাও সাম্প্রতিক সময়ে জুয়ার রাজধানীতে পরিণত হয়েছে। দুই দশক আগে চীনের নিয়ন্ত্রণে ফিরে আসার আগ পর্যন্ত এমন অবস্থাই ছিল। এটাই চীনের একমাত্র স্থান যেখানে ক্যাসিনো ব্যবসা বৈধ।
উপসাগরীয় দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিসরের নিষেধাজ্ঞার আওতায় থেকে কাতারের র্অথনীতিতে বেশ মন্দা দেখা দেয়। ইতোমধ্যেই দোহার র্অথনীতি আগের অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। তবে এর অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধির গতি বাড়ানোর ক্ষমতা অতীতের মতো হবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে।