শুক্রবার জামিনের আবেদনের শুনানি স্থগিত হয়ে যাওয়ার কারণে আরও একটি রাত জেলেই কাটাতে হবে সালমানকে ।
বৃহস্পতিবার আদালত ১৯৯৮ সালের দুটি কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড অভিনেতা সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। যোধপুর কেন্দ্রিয় কারাগারে বৃহস্পতিবার রাত কাটে ‘ভাইজানে’র।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গেছে, সালমানের সাজার শুনানির পরেই তার আইনজীবী হস্তিমাল সারস্বত সালমানের জামিনের আরজি জানান। তারই শুনানি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু শুনানি হল না। ফলে শনিবার আবারও আবেদন জানাবেন অভিনেতার আইনজীবী।
শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটায় সালমানের জামিনের শুনানি হবে।
জামিনের আবেদনের শুনানি মামলা স্থগিত হয়ে যাওয়ার কারণে আরও একটি রাত জেলেই কাটাতে হবে সালমানকে ।
জিনিউজ সূত্রে জানা গেছে, জেলের মধ্যে একটি রাত জেগেই কাটিয়েছেন সালমান। কারাকক্ষে ঢোকার পর থেকেই শরীর খারাপ হতে শুরু করে অভিনেতার।
উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যা শুরু হয় তার ।সেকারণেই রাতে রুটি, ছোলার ডাল কিংবা সব্জি কোনও কিছুই মুখে তোলেননি তিনি।
আজ সকালে শুধু চা বিস্কুট খেয়েই কাটিয়েছেন ।
সকালে ‘সুলতান’-এর সঙ্গে দেখা করতে আসেন তার আইনজীবী এবং পরিবারের সদস্যরা।