ঢাকা: আগামী শনিবার (৪ নভেম্বর) উদ্বোধন উপলক্ষে বন্ধ থাকবে মেট্রোরেল। আর শুক্রবার ( ৩ নভেম্বর) সাপ্তাহিক ছুটি উপলক্ষে এ পরিবহনসেবা বন্ধ থাকবে।

রোববার (৫ নভেম্বর) থেকে আবারও যথারীতি মেট্রোরেল চলাচল শুরু হবে।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ তারিখ উদ্বোধনের জন্য ওইদিন বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। ৫ তারিখ থেকে আবার চালু হবে মেট্রোরেল উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী একটি ট্রেন উদ্বোধন করবেন আর পরের ট্রেনে চড়ে মতিঝিল যাবেন। সেখানে এমআরটি নর্দান রুটের কাজের উদ্বোধন করবেন। একইসঙ্গে এমআরটি ৫ এর ফলক উন্মোচন করবেন।