-পরিমল হাওলাদার

দু’হাত বাড়িয়ে আছি
পাব বলে
জড়াবো বক্ষ মাঝে
ভেজাবো নয়ন জলে।

ফিসফিসে কব কথা
চুপি চুপি কানে
কখন যে শেষ হবে
কেবা জানে?

মুখ টিপে হাসবো
মুচকি হাসি
বলবো কানে
শুধু ভালবাসি।

আঁখিতে আঁখি রাখি
দেখবো দুজনে
দুজনারে ছুঁয়ে
মনে প্রাণে।

সময় গড়িয়ে
যাবে চলে
বাসবো ভালো মোরা
পলে পলে।