বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও চলচ্চিত্র প্রযোজক প্রিয়াঙ্কা চোপড়ার কথা। তার কাজের পরিধি শুধু বিনোদন জগতে নয় মানবকল্যাণেও আছে দক্ষতার পরিচয়। পরিবেশ এবং নারীর অধিকার নিয়ে সর্বত্র সোচ্চার তিনি। শুধু তাই নয় শিশু অধিকার আদায়ের জন্য বিশ্বব্যাপী কাজ করছেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত এই মানবহিতৈষীর জন্মদিন আজ।
প্রিয়াঙ্কা চোপড়া ১৯৮২ সালের ১৮ জুলাই ভারতের বিহারের জামশেদপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা অশোক চোপড়া এবং মাতা মধু চোপড়া দুজনেই ভারতীয় সেনাবাহিনীর চিকিৎসক। তার পিতা পাঞ্জাবি ও আম্বালার অধিবাসী ছিলেন। এবং তার মা ঝাড়খণ্ডের অধিবাসী ছিলেন। প্রিয়াঙ্কার স্কুল জীবন শুরু লখনউয়ের লামার্টস স্কুলে এবং শেষ হয় বেরিলির সেন্ট মারিয়া গোরেট্টি কলেজে। প্রিয়াঙ্কা চোপড়া তার শৈশব কেটেছে লেহ লাদাখের সুন্দর সমভূমিতেও। ১৩ বছর বয়সে, প্রিয়াঙ্কা তার খালার সাথে আরও উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নকালে তিনি বেশ কয়েকবার বর্ণের শিকার হয়েছিলেন তিনি।
প্রিয়াঙ্কা স্থানীয় ‘ইন কুইন’ বিউটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতেছিলেন। এর ফলে অনেকের দ্বারা কটাক্ষের শিকারও হয়েছেন। একটা সময় নিজেকে ঘরবন্দি করে রেখে ছিলেন তিনি। তবে তার মা ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ প্রতিয়োগিতায় কিছু ছবি পাঠানোর মাধ্যমে তাকে আবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। তিনি ২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন। ‘মিস ওয়ার্ল্ড কন্টিনেন্টাল কুইন অফ বিউটি’ নামে ভূষিত হন।
তামিল সিনেমার ‘তামিজাহান’-এর মধ্য দিয়ে তার অভিনয়ের জীবন শুরু হয়। ‘দ্য হিরো: লাভ স্টোরি অফ অ্যা স্পাই’ সিনেমার মধ্যদিয়ে ২০০৯ সালে তার বলিউডে অভিষেক হয়। সিনেমাটি ব্লক-বাস্টার হিট হয় এবং প্রিয়াঙ্কাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বাজীরাও মাস্তানী, কৃষ ৩, জাঞ্জির, অগ্নিপথ, বর্ফী, মুঝসে শাদী করোগী‘সহ দিয়ে গেছেন বলিউডে একের পর এক হিট সিনেমা। হয়েছেন ডলিউডের সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীও। প্রিয়াঙ্কা ২০০৪ সালে আন্দাজ ছবির জন্য তিনি সেরা নবাগতা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তিনি ফ্যাশন ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তিনি ভারত সরকার প্রদত্ত চতুর্থ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী অর্জন করেন এবং টাইম ম্যাগাজিন প্রকাশিত তালিকায় শীর্ষ ১০০ প্রভাবশালী নারী হিসেবে তালিকাভুক্ত হন।
আমেরিকান গায়ক এবং অভিনেতা নিক জোনাসকে ২০১৮ সালে হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় রিতীতে বিয়ে করেন বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া। জীবনের ৩৯ বসন্ত পাড়ি দিয়ে ৪০-এ পা রাখলেন জনপ্রিয় এই অভিনেত্রী।