আয়ারল্যান্ডের হৃদয়বিদারক এক রানে পরাজয়ের পর মাঠ ছাড়ছেন জশ লিটল এবং গ্রাহাম হিউম- ছবি: ক্রিকইনফো

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের শতক আর হেনরি নিকোলসের অর্ধশতকে ভর করে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬০ রান করে নিউজিল্যান্ড। ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম শতক করা গাপটিল ১২৬ বলে করেছেন ১১৫ রান। ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৫টি চার ও ২টি ছয়ে। আর নিকোলস ৭৯ রানের ইনিংসটি খেলতে মুখোমুখি হয়েছেন ৫৪টি বলের। মেরেছেন ৭টি চার ও ৩টি ছয়। 

রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অ্যান্ডি বালবির্নির উইকেট হারায় আইরিশরা। দশম ওভারে দলকে ৬২ রানে রেখে ফিরে যান অ্যান্ডি ম্যাকব্রাইনও। এরপর পল স্টার্লিংয়ের সঙ্গে জুটি গড়েন হ্যারি টেক্টর। তৃতীয় উইকেট জুটিতে ১৫০ বলে ১৭৯ রান করে আইরিশদের জয়ের স্বপ্ন দেখায় এ জুটি।

স্টার্লিং ১৪ চার ও ৫ ছয়ে ১০৩ বলে ১২০ রান করে আউট হয়ে ফিরলে এ জুটি ভাঙে। তখনো আইরিশদের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন টেক্টর। শেষ ১০ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৮২ রান। হাতে ছিল ৫ উইকেট। দুর্দান্ত ছন্দে থাকা টেক্টর উইকেটে ছিলেন বলেই হয়তো আশা ছিল আইরিশদের। কিন্তু ৪৪তম ওভারে ব্যক্তিগত ১০৮ রান করে আউট হয়ে ফেরেন তিনি। তখন আয়ারল্যান্ডকে জিততে হলে ৪০ বলে ৫১ রান করতে হতো।

চেষ্টাটা চালিয়ে যেতে থাকেন শেষ দিকের ব্যাটসম্যানরা। শেষ ওভারে এসে আয়ারল্যান্ডের হিসাবটা দাঁড়ায় ১০ রানে, হাতে ছিল ২ উইকেট। সেই ওভারে ৮ রান নিতে পারে তারা। শেষ বলে ২ রান করতে পারলে ম্যাচটি টাই হতে পারত। কিন্তু টিকনারের বলটি হিউম ব্যাটেই লাগাতেই পারেননি, একটি বাই রান পায় তারা। তাই ১ রানের হার নিয়ে আবারো হৃদয় ভাঙলো আইরিশদের।