ঢাকা: ঈদের আগে শেষ কর্মদিবস আজ সোমবার (২৬ জুন)। শেষ কর্মদিবসে অফিস শেষ করে গ্রামের বাড়ি ফিরবে রাজধানীর হাজার হাজার মানুষ।
ফলে বিকেলের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে গাড়ির চাপ বেড়ে যাবে ও যানজটের সৃষ্টি হবে। তবে সকালের চিত্রও ভিন্ন নয়। বিশেষ করে রাজধানীর বাস টার্মিনাল ও শহর থেকে বের হওয়ার রাস্তাগুলোতে প্রচুর গাড়ির চাপ দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জটের পরিমাণ আরও বাড়ছে।
সোমবার (২৬ জুন) রাজধানীর শাহবাগ, বাংলামটর, কারওয়ান বাজার, ফার্মগেট, বিজয় সরণি এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।
কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকে হালকা যানজট শুরু হয়েছে।
এদিকে গাবতলী বাস টার্মিনালগামী যানবাহনের চাপের কারণে নিউমার্কেট থেকে মিরপুর রোডে গাড়ির চাপ সৃষ্টি হয়েছে। এছাড়া মহাখালী বাস টার্মিনাল এলাকার আশপাশেও বেশ যানজট রয়েছে।