অনলাইন ডেস্ক : শ্রাবন্তী। মূলত কলকাতার অভিনেত্রী। তবে যৌথ প্রযোজনার ছবিতে অভিনয়ের সুবাদে বাংলাদেশেও তার ভক্ত কম নয়। সম্প্রতি সমাজিক যোগাযোগ মাধ্যমে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীর একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে তার গায়ে লাল লেহেঙ্গা, হাতে চুড়ি, কপালে টিকলি-একেবারে কনের সাজে দেখা যাচ্ছে নায়িকাকে। ছবিটি টুইটারে প্রথম শেয়ার করেন শ্রাবন্তী নিজেই। আর ওই ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
এবার ঘটনাটা খুলেই বলা যাক। যৌথ প্রযোজনার ছবি ‘যদি একদিন’-এর সাজে সেজেই সোশ্যাল সাইটে ছবিটি দিয়েছেন শ্রাবন্তী। এই সিনেমায় কলকাতার নায়িকা বিপরীতে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা তাহসান।সিনেমার শুটিংয়ের প্রয়োজনেই এবার লাল লেহেঙ্গা পরে ছবি শেয়ার করেন শ্রাবন্তী। আর ওই ছবি দেখেই শ্রাবন্তীর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ে।