দর্পণ ডেস্ক : ভারত নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে হারমানপ্রীত কাউরের দল। এশিয়া কাপে এটি ভারতের মেয়েদের সপ্তম শিরোপা। লঙ্কানদের দেওয়া ৬৬ রানের লক্ষ্যে ভারত পৌঁছে যায় ৮ দশমিক ৩ ওভারেই।
সেফালী ভার্মা (৫) ও জেমিমাহ রদ্রিগেজ (২) অল্প রানের ফিরলেও স্মৃতি মান্ধানা অপরাজিত থাকেন ২৫ বলে ৫১ রান করে। অধিনায়ক হারমানপ্রীত খেলেছেন ১৪ বলে ১১ রানের ইনিংস।
এর আগে, টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু। তবে ভারতের বোলিং তোপে সুবিধা করতে পারেনি লঙ্কান ব্যাটাররা। ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৬৫ রান তুলতে সক্ষম হয় তারা। শ্রীলঙ্কার মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেন। দশ নম্বরে নামা ইনোকা রানাভিরা ২২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ওশাদি রানাসিংঘের ব্যাট থেকে আসে ১৩ রান। ভারতের পক্ষে রেনুকা সিং ৩ ওভারে ৫ রানের বিনিময়ে তিনটি উইকেট শিকার করেন। এছাড়া রাজেশ্বরী গায়েকওয়াদ ও স্নেহ রানা দুটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার দুই ব্যাটার রানআউট হন।