দর্পণ ডেস্ক : শ্রীলঙ্কার বোলার কাসুন রাজিথা বল হাতে লজ্জার রেকর্ড গড়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে অ্যাডিলেডে রোববার ৪ ওভার বল করে দিয়েছেন ৭৫ রান। যা আন্তর্জাতিক টি-২০তে তাকে সবচেয়ে ব্যয়বহুল বোলারের অপ্রত্যাশিত খ্যাতি এনে দিয়েছে।

তার আগে এই লজ্জার রেকর্ড ছিল তুরস্কের বোলার তুনাহাম তুরানের। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে চলতি বছরের ৩০ আগস্ট তিনি ৪ ওভার বল করে ৭০ রান দিয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে রোববার (আজ) ৭৫ রান দিয়েছেন রাজিথা।

রাজিথার প্রথম ওভারে অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার ১১ রান নেন। পরের ওভারে নেন ২১ রান। তৃতীয় ওভার বল করতে এসে লঙ্কান এই বোলার দেন ২৫ রান! শেষ ওভারে দেন ১৮ রান। তাতে ৪ ওভার বল করে রেকর্ড ৭৫ রান দিয়ে শূন্যহাতে স্পেল শেষ করেন।
শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে ডেভিড ওয়ার্নার ৫৬ বলে করেছেন ১০০ রান। ফিঞ্চ ৩৬ বলে করেছেন ৬৪ রান। আর ম্যাক্সওয়েল ২৮ বলে করেন ৬২ রান। তাতে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৩ রানের বড় সংগ্রহ দাঁড় করে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-২০তে ১-০ তে এগিয়ে রইলো অস্ট্রেলিয়া।