– পরিমল হাওলাদার
আর চাপ নিতে পারছি না
বড্ড ক্লান্ত,হয়তো অসুস্থ
হয়তো এমনি ঘুমিয়ে আছি
হয়তো সব অভিনয়
হয়তো পুরোটাই সত্যি।
তুমি দূরে বসে,
বুঝবে কি করে?
হয়তো কবিতাগুলো শুধুই কবিতা
হয়তো হৃদয়ের গান
হয়তো হৃদপিন্ডের রক্তক্ষরণ
হয়তো বানানো গল্প
হয়তো চুরি করা
হয়তো নিজে গড়া।
তুমি দূরে বসে,
বুঝবে কি করে?
হয়তো হৃদপিন্ডটায় ব্যাথা হয়
হয়তো কান্নায় বালিশ ভেজে
হয়তো কষ্টে বুক ফাটে
হয়তো সব ছেড়ে
তোমার কাছে যেতে ইচ্ছা হয়
হয়তো ইচ্ছা হয় না
হয়তো পুরোটাই বানানো কথা
হয়তো না।
দূরে বসে তুমি,
বুঝবে কি করে?
হয়তো দিন রাত ঘুমাই না
হয়তো তোমার কথাই ভাবি
হয়তো ভাল খাবার তুলে রাখি
তোমার জন্য
হয়তো তোমার ছবিতে
চেয়ে থাকি সারাক্ষণ
হয়তো কথাগুলো সত্যি নয়
হয়তো পুরোটাই বাস্তব
হয়তো সবটাই অবাস্তব।
দূরে বসে তুমি,
বুঝবে কি করে?
হয়তো তুমি চুপিচুপি কাঁদ
আমার কবিতা পড়ে
হয়তো আমার কবিতা বুকে চেপে
আমার ভালবাসা অনুভব কর
হয়তো ছুটে আসতে চাও
সব বাঁধন ছিড়ে
হয়তো সবটাই মিথ্যা
হয়তো সবটাই আমার
বানানো কল্পনার ছবি।
দূরে আছি!
বুঝবো কি করে?
হৃদয়ের উষ্ণতা আর
ভাবনার প্রগারতায়
সব বোঝা যায়
আমি বুঝি।
তুমি আমায় সত্যি ভালবাস
প্রাণ দিয়ে ভালবাস
গোপন চোখের জলে ভালবাস।