দর্পণ ডেস্ক : গাজীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন সবুজ রোববার শ্রীপুরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় এক ভক্ত ভোটার আবেগাপ্লুত হয়ে ইকবাল সবুজের হাতে টাকা তুলে দেন এবং তাকে সমর্থনের কথা জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় সবুজের বেশ জনপ্রিয়তা রয়েছে। সকালে ভোট শুরুর আগেই ভোটাররা গিয়ে কেন্দ্রে ভিড় জমান। সকাল সোয়া আটটার দিকে সবুজ ওই কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়ান। এ সময় ভোটারদের ভিড় ঠেলে গিয়ে এক বৃদ্ধ এক হাজার টাকার কয়েকটি নোট প্রার্থীর হাতে তুলে দিয়ে তাকে জড়িয়ে ধরেন এবং নৌকার প্রতি তার সমর্থনের কথা জানান।

সবুজ বলেন, ‘এটা আমার প্রতি এলাকাবাসীর ভালবাসার প্রতিফলন। আমি এলাকাবাসীর পাশে আছি, অন্তরে আছি। এভাবে আজীবনই তাদের কাছে থাকতে চাই।’

ওই আসনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কৃষক জনতা লীগের নেতা ইকবাল সিদ্দিকী। এ ছাড়াও ওই আসনে আরও পাঁচজন প্রার্থী রয়েছেন।