নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি কিংবা আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনকে সমাবেশ করার জন্য পুলিশ অনুমতি দিলে সবার জন্য একই শর্ত প্রযোজ্য হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় এখনও কোনো দলকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। অনুমতি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ। আর অনুমতি দেওয়া হলে দুই দলের ক্ষেত্রেই একই শর্ত প্রযোজ্য হবে।’