–এ বি সানোয়ার হোসেন
অন্ধকার দেখেছ অন্ধকার?
আমার দিকে চেয়ে দেখ জড়িয়ে আছে;
অমাবস্যার কতটা গভীর অন্ধকারের চাদর।
রক্তকরবীর সেই শরীর জুড়ে রক্তের কতটা ধারা ;
আমার দিকে ফিরে দেখ –
হিমালয়ের গভীর খাদে সঞ্চিত শীতলতার তাপ;
উত্তরি সমীরণ জুড়ে ভেসে আসা কার মৃত্যুর স্বাদ;
আমায় স্পর্শ করে দেখ-
বারুদের বুকে আগুনের নির্মম ভষ্মতা,
দিয়াশলাইয়ের আমি সেই সাদা কাষ্ঠল।
হাতের মাঝে হাত ছুটে যাওয়া অবিশ্বাসের পরিমাপ;
ক্রান্তির পরে মরুর কতটা নির্মল দীর্ঘশ্বাস ;
শান্তি-অশান্তির বুক চিরে বিষম বিশালতা ;
আমার ভেতরটা ছিড়ে দেখ-
চোখের গভীরতায় ডুবে যাওয়ার বেদনা;
কোঁকড়া চুলের বিষম জটিলতায় ;
কোন হাসির রাজ্যে পথিক যদি থমকে যায়,
আমার দিকে ফিরে দেখ-
আগুনের বুকে এক ফোঁটা পানির কতটা শীতলতা;
কুৎসিতের মাঝে মসৃণের ফুটে ওঠা নিদান সৌন্দর্য।
আমার দিকে নয়, তোমার ছায়ার দিকে ফিরে দেখ।