দর্পণ ডেস্ক : সর্বকালের সেরা জেমস বন্ড নির্বাচিত হলেন স্কটিশ অভিনেতা শন কনারি। শ্রেষ্ঠ বন্ড নির্বাচন করেছেন চলচ্চিত্র এবং টিভি পত্রিকা রেডিও টাইমস-এর ব্রিটিশ পাঠকরা।

‘জেমস বন্ড’। বিশ্বজুড়ে জনপ্রিয় নাম। এ নামটিই একটি ব্রান্ড। এ নামের উপর কোটি কোটি টাকা লগ্নি হয় সিনেমায়। সেই টাকা উঠেও আসে খুব সহজেই। যারা গোয়েন্দা-রহস্য বা অ্যাকশন-থ্রিলার মুডের ছবি দেখতে পছন্দ করেন তাদের কাছে জেমন বন্ড সবসময়ই ‘স্পেশাল ওয়ান’।

বিখ্যাত ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট উপন্যাসের কাল্পনিক চরিত্র জেমস বন্ড। একে নিয়ে সিরিজ আকারে নির্মিত অসংখ্য উপন্যাস, চলচ্চিত্র, কমিকস এবং ভিডিও গেম দুনিয়াজোড়া জনপ্রিয়তা পেয়েছে।

বিশেষ করে জেমস বন্ডকে নিয়ে তৈরি সিনেমাগুলো দর্শককে মুগ্ধ করেছে বারবার। এ পর্যন্ত এই চরিত্রে অভিনয় করেছেন শন কনারি, জর্জ ল্যাজেনবি, রজার মুরে, টিমোথি ডাল্টন, পিয়ার্স ব্রুসনান এবং ড্যানিয়েল ক্রেইগের মতো নন্দিত অভিনেতারা।

এই জরিপে টুর্নামেন্টের মতো বেশ কয়েকটি রাউন্ডে মোট ১৪ হাজার পাঠক অংশ নেয়, যার ফল প্রকাশ হয় গত সোমবার। প্রথম রাউন্ডে (গোল্ডফিঙ্গার) এবং বর্তমান জিরো জিরো সেভেন ড্যানিয়েল ক্রেইগের (স্কাইফল) বিরুদ্ধে খুব অল্প ভোটের ব্যবধানে বিজয়ী হন কনারি।

অন্যদিকে আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান (গোল্ডেন আই) দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ান জর্জ ল্যাজেনবির (অন হার মেজেস্টিস সিক্রেট সার্ভিস) বিরুদ্ধে জয়লাভ করেন। অক্টোপুসি খ্যাত ও সাতবারের বন্ড রজার মুর আশ্চর্যজনকভাবে ওয়েলসে জন্ম নেয়া টিমোথি ড্যালটনের (দ্য লিভিং ডেলাইটস) বিরুদ্ধে হেরে যান। ফাইনালে ড্যালটন ৩২ আর ব্রসন্যান ২৩ শতাংশ ভোট পেলেও শেষ পর্যন্ত বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ হিসেবে পরিচিত ৮৯ বছর বয়সী শন কনারি ৪৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
কল্পনাতীত সাফল্য পাওয়া বন্ডের তৃতীয় ছবি ‘গোল্ডফিঙ্গার’ থেকে থিম সংয়ের একটি লাইন উল্লেখ করে রেডিও টাইমসের প্রধান সম্পাদক বলেন, ‘শন কনারি আবারও এটাই প্রমাণ করলেন যে, তিনিই হলেন কিংবদন্তি কিং জেমস বন্ড, যার স্পর্শে সবকিছু সোনায় পরিণত হয়েছে।’

সূত্র : ডয়েচে ভেলে