মাস্ক নিয়ে টানাটানি করছে দুটি কুকুর ছানা। ছবিটি ফেসবুক থেকে নেয়া

ছবিটি কোন জায়গা থেকে তোলা সেটা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ফেসবুকে ছবিটি আপলোড করে একজন ক্যাপশনে লিখেছেন- ‘সর্বত্রই মাস্ক নিয়ে টানাটানি’। আরেকজন লিখেছেন, ‘সাবধানের মাইর নাই’।

আরো পড়ুন: যারা সুস্থ তারা মাস্ক পরলে কী লাভ?

চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ বায়ু দূষণের হাত থেকে বাঁচতে এবং বায়ুবাহিত ভাইরাস প্রতিরোধে পূর্বের তুলনায় বেশি মাস্ক ব্যবহার করছে। আর এতে গত দুই মাসে মাস্কের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। সম্প্রতি করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশেও মাস্কের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার রাজধানীর কয়েকটি এলাকার ফার্মেসি, মেগা শপে সরেজমিনে গিয়ে দেখা যায়- মাস্ক কিনতে গিয়ে অনেকেই খালি হাতে ফিরছেন।

মহাখালী, শাহীনবাগ ও আড়জতপাড়ার একাধিক ফার্মেসিতে খোঁজ নিয়ে দেখা গেছে বেশিরভাগ ফার্মেসিই মাস্ক শূণ্য। দোকানীরা জানিয়েছেন করোনাভাইরাসের আভির্ভাবের পর থেকেই মাস্কের চাহিদা বেড়ে গেছে। একই সঙ্গে সরবরাহও কমে গেছে। অর্ডার দিয়েও কোম্পানির কাছ থেকে মাস্ক পাওয়া যাচ্ছেনা।