গোফরান পলাশ, পটুয়াখালী সংবাদদাতা: বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র
সহ-সভাপতি সাইদুর রহমান রিমন সহ ১১ জনের বিরুদ্ধে চট্রগ্রামের পটিয়া
উপজেলায় দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে
পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার
সকাল ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক
ফোরাম, কলাপাড়া উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।
মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তা’র
সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের
কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান, কলাপাড়া
রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে রঞ্জন প্রমূখ।
মানববন্ধনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সদস্য ছাড়াও স্থানীয়
সাংবাদিকরা উপস্থিত ছিলেন।