জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র পরিচালক হেলেনা জাহাঙ্গীর বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের মর্যাদা রক্ষায় সচেতন হতে হবে। বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ প্রেসক্লাবে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হেলেনা জাহাঙ্গীর বলেন, বর্তমানে বাংলাদেশ একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র। পদ্মাসেতুর মত বড় প্রকল্পগুলো এখন দেশীয় অর্থায়নে করা সম্ভব হচ্ছে। এর পেছনের কারিগর হচ্ছেন প্রবাসীরা, তাদের শ্রমে-ঘামে অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। পরবাসের সুখ-দুঃখের কথা গণমাধ্যমে প্রচার প্রকাশ করে প্রবাসীদের প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন সাংবাদিকরা। যে কারণে প্রবাসী সাংবাদিকদেরও যথাযথ মূল্যায়নের সময় এসে গেছে।
তিনি বলেন, যে কোনো সংবাদ পরিবেশনের পূর্বে মাথায় রাখতে হবে ওই সংবাদ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে কি-না। কারণ একটি বিভ্রান্তকর সংবাদ একদিকে দেশের যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ করে তেমনি সাংবাদিকদের সম্মানও নষ্ট করে। এসময় তিনি প্রবাসী সাংবাদিকদের কল্যাণে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ, সহ-সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সিনিয়র যুগ্ম সম্পাদক কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ শাহিন, অর্থ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক আসিফ ইশতিয়াক, নির্বাহী সদস্য শিবলী আল সাদিক ও নির্বাহী সদস্য সামছুল হক প্রমুখ।