পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সম্পাদক ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার ভজহরি কুন্ডুর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাত ৮ টায় কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায়
প্রেসক্লাবের সভাপতি হুমায়ূন কবীর এর সভাপতিত্বে সাধারন সম্পাদক এসএম
মোশারফর হোসেন মিন্টু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক
সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সহসভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,
সহসাধারন সম্পাদক জীবন কুমার মন্ডল, সাবেক সাধারন সম্পাদক মোহসীন উদ্দিন,
নেছারউদ্দিন টিপু, অমল মুখার্জী, অ্যাড. গোফরান বিশ্বাস পলাশ, অশোক
মুখার্জী, জসীম পারভেজ, মিলন কর্মকার রাজু প্রমূখ। এসময় বক্তারা মফস্বল
সাংবাদিকতার পথিকৃত ভজহরি কুন্ডু’র গ্রামীন সাংবাদিকতার গৌরবময় সোনালী
অর্জন নিয়ে  আলোচনা করেন।

এর আগে স্মরণসভার শুরুতে প্রয়াত সাংবাদিক ভজহরি কুন্ডু’র বিদেহী আত্মার
শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।