দর্পণ রিপোর্ট: পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার সদস্য আলোচিত খবর পত্রিকার বিশেষ প্রতিনিধি মো. মেহেদি হাসান রাসেলের বাবা আব্দুর রশিদ সিকদার আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ ২১ মে, বৃহস্পতিবার ভোর ৫টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া বন্দরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার সভাপতি এ এস এম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল। সংগঠনের পক্ষে তারা এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।