শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের বন্যা পরিস্থিতি-বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে বলা হয়, সারাদেশে বন্যাজনিত বিভিন্ন রোগে ২৬ হাজার ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। মৃতদের মধ্যে পানিতে ডুবে ১০৬ জন, বজ্রপাতে ১৬ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে ২ এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।
বিবৃতিতে আরো বলা হয়, জেলাভিত্তিক মৃত্যু শীর্ষে সুনামগঞ্জ। এ জেলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া টাঙ্গাইলে একজন, ময়মনসিংহে ৬ জন, নেত্রকোণায় ২০ জন, জামালপুর ১০ জন, শেরপুরে ৭ জন, লালমনির হাটে ১১ জন, কুড়িগ্রামে ৫ জন, সিলেটে ২০ জন, মৌলভীবাজারে ৮ জন এবং হবিগঞ্জের ১৭ জন রয়েছেন।