ছবি: অন্তর্জাল (প্রতীকী)

“সহজ সত্য হলো এই গ্রহ আর কোনো সার্থক মানুষ চায় না। এর এখন খুবই প্রয়োজন শান্তিরক্ষক, নিরাময়কারী, পুনরুদ্ধারকারী, গল্পকার এবং সব ধরনের প্রেমিকদের।

এর দরকার সেইসব মানুষদের, যারা নিজেদের জায়গায় আনন্দময় জীবন যাপন করবে। এর দরকার সেইসব মানুষদের, যাদের নৈতিক সাহস আছে পৃথিবীকে বসবাসযোগ্য ও মানবিক করার যুদ্ধে শামিল হবার। উল্লেখ্য, এই গুণগুলোর সাথে সার্থকতার সম্পর্ক খুবই কম রয়েছে, যাকে আমরা সার্থকতা বলে সংজ্ঞায়িত করে আসছি।”