অনলাইন ডেস্ক :

তামিমের তো ম্যাচ দেখতে দেখতে শেষের দিকে মুখে হাত উঠে গেল। ওদিক থেকে জাহানারার শট দেখে তামিম ভাই চার বলে শব্দ করতে লাগলেন একজন। মাথায় হাতও উঠতে  দেখা গেছে বাংলাদেশ দলের ছেলেদের। উঠবেই বা না কেন।শেষ বলে যে দরকার ছিল দুই রান। ওই ‍দুই রান তুলতেই অনেককে বেশ আমুদে উল্লাস করতে দেখা গেল। একে অপরকে আলিঙ্গনে বাঁধলেন মেহেদী-তামিম-নুরুলরা। মাশরাফিকে দেখা গেল দারুণ উচ্ছ্বসিত।

তার একটি ভিডিও তামিম ইকবাল তার নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। লিখেছেন ‘ওয়েল ডান গার্লস’। বাংলাদেশ নারীরা ভারতের নারী দলের বিপক্ষে ১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে। তাতে ৭ উইকেট হারিয়ে জয়ের দারপ্রান্তে পৌছে যায় বাংলাদেশ নারী দল। অসাধারণ এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল বাংলাদেশ।

রোববার বাংলাদেশ সময় বেলা ১২টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তোলে এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারত। এতে জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য পায় বাংলাদেশের মেয়েরা।

ভারতের পক্ষে অধিনায়ক হারমানপ্রীত কাউর করেন সর্বোচ্চ ৫৬ রান।বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ দু’টি করেন এবং সালমা খাতুন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।

১১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দেখেশুনে শুরু করে বাংলাদেশের মেয়েরা। সপ্তম ওভারে পরপর দুই বলে দুই উইকেট হারালেও জয়ের পথেই ছিলেন রুমানারা। এক পর্যায়ে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৯ রান, যা শেষ বলে নেমে আসে দুই রানে। জাহানারা আলম শেষ বলে ঠিক দুই রান নিয়েই দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন নিগার সুলতানা। এছাড়া রুমানা আহমেদ ২৩, আয়েশা রহমান ১৭, শামীমা সুলতানা ১৬ ও ফারজানা হক ১১ রান করেন। ভারতের পক্ষে পুনম যাদব ৯ রানে ৪টি উইকেট নেন। এছাড়া হারমানপ্রীত কাউর নেন ১৯ রানে দুটি উইকেট।

বাংলাদেশের রুমানা আহমেদ ম্যাচের সেরা খেলোয়াড় এবং ভারত অধিনায়ক হারমানপ্রীত কাউর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।