নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে না পারলে বাণিজ্যমন্ত্রী দায়িত্বে আছেন কেন, প্রশ্ন রেখে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে তাঁকে (বাণিজ্যমন্ত্রী) পদত্যাগ করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

আজ শনিবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ মিলনায়তনে বাংলাদেশ যুব ছায়া সংসদের রাজশাহী বিভাগীয় অধিবেশনে অতিথির বক্তব্যে জাতীয় পার্টি (জাপা) সমর্থিত এই সংসদ সদস্য এসব কথা বলেন।

সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার আরও বলেন, নিম্ন আয়ের মানুষ ঠিকমতো খেতে পারছেন না। অনেকেই মাংস, ইলিশ চোখেই দেখছেন না, মাছ কিনতে পারছেন না। এক কেজি খাসির মাংস কিনতে এখন কৃষককে এক মণ ধান বিক্রি করতে হয়। সরকার চাইলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব। তিনি দেশের উন্নয়নে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানান।