দর্পণ ডেস্ক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে বাড়ছে। ৩৬ ঘণ্টায় পানি ৫৭ সেন্টিমিটার বেড়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) দুপুরে নদীর হার্ড পয়েন্ট এলাকায় পানির গভীরতা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিরাজগঞ্জের গেজ রিডার আব্দুল লতিফ বলেন, গত ৩৬ ঘণ্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে ৫৭ সেন্টিমিটার। তবে এখনো বিপদসীমার  ১ দশমিক ৩০ সেন্টিমিটার নিচে রয়েছে।

পাউবো সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে দ্রুতগতিতে পানি বাড়ছে। আগামী ১০-১২ জুলাই পর্যন্ত পানি বাড়ার গতি অব্যাহত থাকবে।